রিপোর্ট: প্রেস এন্ড পাব্লিকেশন অফিসার, বিএলারসিএল।
এক্সসিলেন্ট রিসার্চ এক্টিভিটিসের জন্য বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের বিভিন্ন সদস্যদের ১ লক্ষাধিক টাকার স্কোলারশিপ প্রদান করেছেন বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেড কতৃপক্ষ।
বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের অন্যতম সদস্য রায়হান চৌধুরী ( Principal investigator) কে বিভিন্ন প্রজেক্ট ইনভেস্টিগেশন, প্রথম অথর হিসাবে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং Q1 জার্নালে একাধিক প্রকাশনা সহ রিসার্চ ফিল্ডে অসাধারণ অবদানের জন্য বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান করা হয়েছে।
বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের আরো একজন অন্যতম সদস্য রুবেল হাসান (Principal investigator) কে বায়োলুস্টারের বিভিন্ন কোর্সে অসাধারণ এক্টিভিটি এবং Nature সহ বিভিন্ন হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে একাধিক প্রকাশনা সহ জুনিয়র রিচার্সারদের বিভিন্ন উপদেশমূলক কার্যক্রমের জন্য বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান করা হয়েছে।
এছাড়া বায়োলুস্টারের অন্যতম সদস্য সাকিব আল হাসান কে রিসার্চ ফিল্ডে অসাধারণ অবদানের জন্য বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান করা হয়েছে। তিনি অর্নাস ২ য় বর্ষ থেকে রিসার্চ ফিল্ডে অসাধারণ এক্টিভিটি দেখিয়েছেন।
বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের পক্ষ থেকে RA হিসেবে বেশ কিছু সদস্য কে রিসার্চ কাজে সুযোগ করে দেওয়া হয়েছিলো, তেমনই একজন অন্যতম RA সদস্য তানজিলা আক্তার ইতি, রিসার্চ ফিল্ডে অল্প সময়ে অসাধারণ এক্টিভিটি দেখিয়েছেন। তাকে হাইয়ার স্টাডি এবং রির্সাচ কাজে আরো এগিয়ে দিতে বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান করা হয়েছে।
বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের আরো একজন এক্টিভ RA শারমিতা ঘোষ সিতু, রিসার্চ ফিল্ডে অসাধারণ এক্টিভিটিসের জন্য এবং উচ্চ শিক্ষার পথ সহজ করতে বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান করা হয়েছে।
এবং বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেড এর পক্ষ থেকে বিভিন্ন কোর্স চালু করা হয়েছিলো (৬ মাসে রিসার্চ লেখা থেকে প্রকাশনা), সেই কোর্সে এনরোল করা একজন সদস্য ইসরাত জাহান দিশা আমাদের কোর্স ইনভেস্টিগেটরের সাথে তার অসাধারণ এক্টিভিটির মাধ্যমে ৬ মাসের আগেই ভালো ইম্পাক্ট ফ্যাক্টর যুক্ত জার্নালে প্রকাশনা'তে অবদান রেখেছেন। বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেড তার কাজে জন্য ভবিষ্যতে আরো ভালো করার লক্ষ্যে স্কলারশিপ প্রদান করেছেন।
সকল স্কলারশিপ প্রাপ্ত সদস্যদের হাতে বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেড এর পক্ষ থেকে চেক তুলে দিয়েছেন বায়োলুস্টারের ডিরেক্টর ড. মোহাম্মদ তরিকুল ইসলাম স্যার এবং ডেপুটি-ডিরেক্টর মো: শিমুল ভুঁইয়া।
ইনশাআল্লাহ, ভবিষ্যতে রির্সাচ এবং উচ্চ শিক্ষার জন্য বায়োলুস্টার রিসার্চ সেন্টার লিমিটেডের স্কলারশিপ প্রদান সহ বিভিন্ন সহযোগিতামুলক কাজ অব্যহত থাকবে।
About
Help Center
Contact & Information
Address: BLRCL Head Office, Gopalganj 8100, Dhaka, Bangladesh
Contact: +8801703246800
Email: support@blrcl.org
website: www.blrcl.org
Partner: BioLuster Academy & BLRCL Publisher
Join BLRCL
Copy rights © 2025 blrcl.org All rights reserved